মালদায় ফের সীমান্ত থেকে বাংলাদেশি যুবক গ্রেপ্তার, উদ্বেগে বাসিন্দারা
বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতির প্রেক্ষিতে ফের মালদা জেলার হবিবপুর ব্লকের ভারত–বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ভোরে বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের মালুমভিটা সীমান্ত সংলগ্ন এলাকা থেকে পুলিশ ওই যুবককে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম মোহাম্মদ সুমন (২৭)। তিনি বাংলাদেশের নওগাঁ জেলার নিতপুর এলাকার বাসিন্দা। কী উদ্দেশ্যে তিনি সীমান্ত অতিক্রম করেছিলেন, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। V
উল্লেখযোগ্যভাবে, এর ঠিক একদিন আগেই রবিবার গভীর রাতে একই ব্লকের সীমান্ত গ্রাম দাল্লা এলাকা থেকে আরেকজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছিল পুলিশ। মাত্র একদিনের ব্যবধানে পরপর দুইটি গ্রেপ্তারের ঘটনায় সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে।
সীমান্ত এলাকার বাসিন্দাদের দাবি, সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন। পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী ঘটনার তদন্ত চালাচ্ছে এবং সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

No comments