Header Ads

আসামে মর্মান্তিক দুর্ঘটনা: রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল ৮টি হাতির, রেল চলাচল ব্যাহত

 

আসামে মর্মান্তিক দুর্ঘটনা: রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল ৮টি হাতির, রেল চলাচল ব্যাহত



আসামের হোজাই জেলায় এক হৃদয়বিদারক দুর্ঘটনায় সাইরাং–নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় একটি হাতির পাল আক্রান্ত হয়। এই ঘটনায় ৮টি হাতির মৃত্যু হয়েছে এবং একটি হাতির শাবক গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনায় ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হলেও, সৌভাগ্যবশত কোনও যাত্রী হতাহত হননি।

রবিবার ভোর প্রায় ২টা ১৭ মিনিটে হোজাই জেলার চাংজুরাই এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলটি গুৱাহাটী থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ, রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF), বনদপ্তর এবং রেল আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। রেল কর্তৃপক্ষ উদ্ধার ও মেরামতির জন্য দুর্ঘটনা ত্রাণ ট্রেন পাঠায়।

নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে (NFR)-এর এক মুখপাত্র জানান, দুর্ঘটনার পর জামুনামুখ–কাম্পুর সেকশনে আপলাইনের একাধিক ট্রেনের রুট ডাইভার্ট করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত রেললাইনের মেরামতির কাজ শুরু হয়েছে

নাগাঁও ডিভিশনের বনাধিকারিক সুবাস কদম জানান, ঘটনাস্থলে হাতির পাল আক্রমণাত্মক হয়ে ওঠার আশঙ্কা থাকায় বনকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে হাতিগুলিকে জঙ্গলের দিকে পাঠান। মৃত হাতিগুলির দেহ উদ্ধার করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে, হাতির পাল এলাকা ছাড়ার পর যাত্রীদের ট্রেন থেকে নামানো হয়।

যাত্রীরা জানান, হঠাৎ একটি তীব্র ঝাঁকুনি অনুভূত হয় এবং তারপর পুরো ট্রেনটি দুলতে শুরু করে, যার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও কেউ আহত হননি, যাত্রীদের মধ্যে ভয় ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়।

উল্লেখ্য, সাইরাং–নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসটি মিজোরামের আইজল জেলার সাইরাং স্টেশন থেকে রওনা দিয়েছিল এবং এর গন্তব্য ছিল দিল্লির আনন্দ বিহার টার্মিনাল। দুর্ঘটনার কারণে ট্রেনটি নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে পারেনি। পরে রেল কর্তৃপক্ষ যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থার মাধ্যমে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করে।

No comments

Powered by Blogger.