Header Ads

অপমানজনক ঘটনার জেরে রাজ্য ছাড়ার সিদ্ধান্ত মহিলা চিকিৎসকের, চাকরি না করারও ঘোষণা

 

অপমানজনক ঘটনার জেরে রাজ্য ছাড়ার সিদ্ধান্ত মহিলা চিকিৎসকের, চাকরি না করারও ঘোষণা



বিহারে চাকরি নিয়োগ অনুষ্ঠানের সময় মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দ্বারা এক মহিলা চিকিৎসকের হিজাব জোরপূর্বক টেনে ধরার ঘটনায় রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনার পর মানসিকভাবে গভীরভাবে আহত ওই মহিলা চিকিৎসক বিহার ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি তিনি আর কোনও চাকরি গ্রহণ না করার সিদ্ধান্তও নিয়েছেন বলে জানা গেছে।

সূত্রের খবর, ঘটনাটিকে তিনি অত্যন্ত অপমানজনক ও অসম্মানজনক বলে মনে করেছেন। এই আচরণ তাঁর ব্যক্তিগত মর্যাদা ও নিরাপত্তাবোধে গুরুতর আঘাত করেছে বলেই তিনি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

ঘটনার পর সামাজিক মাধ্যমে ও বিভিন্ন মহলে ব্যাপক ক্ষোভ প্রকাশ পায়। বহু মানুষ এই ঘটনাকে নারী সম্মান, ব্যক্তিগত স্বাধীনতা ও ধর্মীয় সংবেদনশীলতার পরিপন্থী বলে নিন্দা করেছেন। সমালোচকদের মতে, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য এবং তা জনজীবনে নেতিবাচক বার্তা দেয়।

বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা আবারও স্মরণ করিয়ে দিল যে জনপ্রতিনিধিদের আচরণে সংবেদনশীলতা, সম্মানবোধ ও নৈতিক দায়িত্ববোধ অত্যন্ত জরুরি। একটি মাত্র ঘটনার প্রভাব যে একজন মানুষের পেশাগত ভবিষ্যৎ ও ব্যক্তিগত আত্মসম্মানে কতটা গভীর ছাপ ফেলতে পারে, এই সিদ্ধান্ত তারই প্রমাণ।

No comments

Powered by Blogger.