Header Ads

জলপাইগুড়িতে ফের লোকালয়ে হাতির আতঙ্ক, বনদপ্তর ও পুলিশের যৌথ নজরদারি

জলপাইগুড়িতে ফের লোকালয়ে হাতির আতঙ্ক, বনদপ্তর ও পুলিশের যৌথ নজরদারি


আবারও লোকালয়ে হাতির অনুপ্রবেশে আতঙ্ক ছড়াল জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের দুরামারি এলাকার উত্তর শালবাড়িতে। দিবালোকে তিনটি হাতি লোকালয়ে ঢুকে পড়ায় এলাকায় চরম উদ্বেগের সৃষ্টি হয়। Click Here


বনদপ্তর সূত্রে জানা গেছে, বনকর্মীদের তৎপরতায় একটি হাতিকে জঙ্গলে ফেরত পাঠানো সম্ভব হলেও বাকি দুটি হাতি এখনও উত্তর শালবাড়ি এলাকায় ঘোরাফেরা করছে। এদিন ভোরে হাতির হানায় একটি মোটরবাইক ও একটি সাইকেল ক্ষতিগ্রস্ত হয়।

পরবর্তীতে এলাকায় একটি পূর্ণবয়স্ক হাতি ও একটি শাবককে সিম ক্ষেতে বিচরণ করতে দেখা যায়। হাতিগুলিকে দেখতে আশপাশের এলাকায় প্রচুর মানুষের ভিড় জমে যায়, ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনকে বেগ পেতে হচ্ছে।

বর্তমানে ঘটনাস্থলে মরাঘাট ও নাথুয়া রেঞ্জের বনকর্মী, ওয়াইল্ড লাইফ স্কোয়াডের সদস্য এবং বানারহাট থানার পুলিশ যৌথভাবে নজরদারি চালাচ্ছে। পাশাপাশি বনদপ্তর ও পুলিশকে সহায়তা করতে স্বেচ্ছাসেবী সংগঠন NWA-এর সদস্যরাও উপস্থিত রয়েছেন।

তবে অভিযোগ, কিছু মানুষ হাতিগুলিকে উত্ত্যক্ত করায় মাঝে মাঝেই তারা ক্ষিপ্ত হয়ে তেড়ে আসছে, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে। এই অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীকে সতর্ক থাকার, অপ্রয়োজনীয় ভিড় না করার এবং হাতিদের উত্যক্ত না করার জন্য কঠোরভাবে আবেদন জানানো হয়েছে।

প্রশাসনের লক্ষ্য, দ্রুত হাতিগুলিকে নিরাপদে জঙ্গলে ফেরত পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা।

No comments

Powered by Blogger.