আন্তর্জাতিক প্রেসিডেন্ট কাপ ২০২৫-এ সাফল্য, ওড়িশা পুলিশের গর্ব কনস্টেবল রসমিতা সাহু
আন্তর্জাতিক প্রেসিডেন্ট কাপ ২০২৫-এ সাফল্য, ওড়িশা পুলিশের গর্ব কনস্টেবল রসমিতা সাহু
আন্তর্জাতিক স্তরে ক্রীড়াক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে ওড়িশা পুলিশের সম্মান বাড়ালেন কটক আরবান পুলিশ ডিস্ট্রিক্ট (UPD)-এর কনস্টেবল মিস রসমিতা সাহু। উত্তরাখণ্ডের টেহরিতে
অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট কাপ–২০২৫ প্রতিযোগিতায় তিনি অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে দুটি পদক জয় করেছেন।
এই প্রতিযোগিতায় রসমিতা সাহু ক্যানোইং সি-১ (১০০০ মিটার) ইভেন্টে রৌপ্য পদক এবং ক্যানোইং সি-১ (৫০০ মিটার) ইভেন্টে ব্রোঞ্জ পদক অর্জন করেন।
এই কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ওড়িশা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) রাজ্যের পুলিশ সদর দপ্তরে তাঁকে সংবর্ধনা জানান। ডিজিপি তাঁর এই সাফল্যের জন্য অভিনন্দন জানানোর পাশাপাশি ভবিষ্যতে আরও সাফল্যের জন্য শুভকামনা জানান।
রসমিতা সাহুর এই অর্জন কেবল ব্যক্তিগত সাফল্যই নয়, বরং ওড়িশা পুলিশের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও গৌরবের প্রতীক হয়ে উঠেছে।
.jpg)

No comments