বেআইনি পাচার রুখতে শীতলকুচি থানার বিশেষ অভিযান, উদ্ধার প্রায় ৩৫ কেজি গাঁজা
বেআইনি পাচার রুখতে শীতলকুচি থানার বিশেষ অভিযান, উদ্ধার প্রায় ৩৫ কেজি গাঁজা
কোচবিহার জেলা: অসামাজিক কার্যকলাপ ও বেআইনি মাদক পাচার প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে বড় সাফল্য পেল কোচবিহার জেলা পুলিশের শীতলকুচি থানা। শনিবার নাকা চেকিং চলাকালীন পুলিশ দুটি বাস থেকে মোট ৩ জন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালায়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের ব্যাগ তল্লাশি করে মোট ৩৪.৮৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা মহকুমার এসডিপিও শ্রী সমরেন হালদার এবং শীতলকুচি ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও)।
উদ্ধার হওয়া মাদকসহ এক মহিলা-সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় শীতলকুচি থানায় এনডিপিএস আইনের অধীনে নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক পাচার রোধে এই ধরনের নাকা চেকিং ও অভিযান আগামী দিনেও আরও জোরদার করা হবে। সমাজ থেকে মাদকের মতো অপরাধ নির্মূলে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর।
.jpg)

No comments