টাইব্রেকারে জয়, চ্যাম্পিয়ন লোদনা লোহার পাড়া হিরো স্পোর্টিং ক্লাব
টাইব্রেকারে জয়, চ্যাম্পিয়ন লোদনা লোহার পাড়া হিরো স্পোর্টিং ক্লাব
বাঁকুড়া, ২১ ডিসেম্বর:
বাঁকুড়া জেলার ওন্দার জানকি ফুটবল মাঠে রবিবার অনুষ্ঠিত হল লোদনা লোহার পাড়া হিরো স্পোর্টিং ক্লাবের পরিচালনায় আট দলীয় নকআউট রানিং ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ। উত্তেজনাপূর্ণ এই ফাইনালে মুখোমুখি হয় ওন্দার চাবড়া ইসলামিয়া ক্লাব ও লোদনা লোহার পাড়া হিরো স্পোর্টিং ক্লাব।
নির্ধারিত সময়ে উভয় দলই একে অপরের রক্ষণ ভেদ করতে ব্যর্থ হওয়ায় খেলা গোলশূন্য অবস্থায় শেষ হয়। এরপর টাইব্রেকারে গড়ালে লোদনা লোহার পাড়া হিরো স্পোর্টিং ক্লাব ৪–৩ গোলে জয়লাভ করে শিরোপা নিজেদের দখলে নেয়।
আয়োজক ক্লাবের পক্ষ থেকে মানবেন্দ্র লোহার জানান, ফাইনাল ম্যাচে লোদনা দলের বাপন লোহার ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন। অপরদিকে, পুরো প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্সের জন্য চাবড়া দলের গোলরক্ষক বাবুলাল মল্লিক ‘ম্যান অব দ্য সিরিজ’ খেতাব অর্জন করেন।
ফাইনাল শেষে বিজয়ী ও রানার্স-আপ দলকে ট্রফি ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়। এদিনের ম্যাচটি পরিচালনা করেন রেফারি অভিজিৎ ঘটক। সহকারী রেফারির দায়িত্বে ছিলেন অভিজিৎ কুম্ভকার ও দিব্যেন্দু মাঝি।
উপস্থিত দর্শকদের উচ্ছ্বাস ও খেলোয়াড়দের ক্রীড়াসুলভ লড়াইয়ে সফলভাবে সম্পন্ন হয় এই ফুটবল প্রতিযোগিতা।
.jpg)




No comments