কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের ২২তম শহীদ দিবস পালিত
মালদা: কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল (কেএসডিসি)-এর উদ্যোগে শুক্রবার ২২তম শহীদ দিবস পালন করা হলো। বামনগোলা ব্লকের কাংসা এলাকায় এই উপলক্ষে একটি স্মরণসভা ও কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠন সূত্রে জানা গেছে, ২০০২ সালে আন্দোলন চলাকালীন যাঁরা প্রাণ হারিয়েছিলেন, তাঁদের স্মরণে ২০০৩ সাল থেকে নিয়মিতভাবে শহীদ দিবস পালন করে আসছে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। সেই ধারাবাহিকতায় এ বছরও শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এদিন দুপুরে কাংসা এলাকায় একটি মঞ্চ নির্মাণ করা হয়। জাতীয় পতাকার পাশাপাশি সংগঠনের দলীয় পতাকা উত্তোলন করেন কেএসডিসি-র নেতা-কর্মীরা। পরে শহীদদের উদ্দেশে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানানো হয়। Ad1
শ্রদ্ধা নিবেদন পর্বের পর সংগঠনের তরফে একাধিক সদস্য বক্তব্য রাখেন এবং শহীদদের আত্মত্যাগ স্মরণ করে সংগঠনের দাবিদাওয়া ও আন্দোলনের লক্ষ্য তুলে ধরেন।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেএসডিসি সেন্ট্রাল কমিটির অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স সতীশ রাজবংশী, অশোক কুমার সরকার, সুসেন মণ্ডল সহ সংগঠনের অন্যান্য নেতা ও সদস্যরা।
শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া এই শহীদ দিবস পালন কর্মসূচির মাধ্যমে সংগঠনের ইতিহাস ও আন্দোলনের স্মৃতি নতুন করে তুলে ধরা হয় বলে জানান আয়োজকরা। Ad2

No comments