Header Ads

মহেশপুরে ছয় লক্ষ টাকার ফুটবল প্রতিযোগিতার ফাইনালে শ্রীদাম ইলেভেনের জয়

পশ্চিম মেদিনীপুর জেলার মহেশপুরে ডক্টর জাকির হোসেন স্মৃতি সংঘের পরিচালনায় অনুষ্ঠিত ১৬ দলীয় ছয় লক্ষ টাকার ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা সাফল্যের সঙ্গে সম্পন্ন হলো। ফুটবলপ্রেমী দর্শকদের উপচে পড়া ভিড়ের মাঝে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় শ্রীদাম ইলেভেন, শালবনীশিভম ইলেভেন, বাঁকুড়া


নির্ধারিত সময়ে উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণে একে অপরকে চাপে রাখলেও কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে খেলা গোলশূন্য অবস্থায় শেষ হয় এবং ফল নির্ধারণের জন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে। উত্তেজনাপূর্ণ টাইব্রেকারে শেষ পর্যন্ত শ্রীদাম ইলেভেন শালবনী জয় ছিনিয়ে নেয়। Football 

চ্যাম্পিয়ন শ্রীদাম ইলেভেন দলকে নগদ তিন লক্ষ টাকা ও ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। রানার্সআপ শিভম ইলেভেন, বাঁকুড়া পায় নগদ দুই লক্ষ টাকা ও ট্রফি। এছাড়াও সেমিফাইনালে পরাজিত দুটি দলকে পঞ্চাশ হাজার টাকা করে নগদ অর্থ ও ট্রফি প্রদান করা হয়।

এই প্রতিযোগিতা এলাকার ক্রীড়া পরিবেশকে আরও প্রাণবন্ত করেছে বলে মত ক্রীড়াপ্রেমী ও আয়োজকদের। সফলভাবে প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় উদ্যোক্তা সংস্থার ভূমিকার প্রশংসা করেছেন উপস্থিত দর্শক ও খেলোয়াড়রা। ad1

https://www.effectivegatecpm.com/pkfnsnuf4d?key=a811150ad05d052f94fd3c7b4b741776

No comments

Powered by Blogger.