Header Ads

জয়গাঁওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ ক্যাপসুল উদ্ধার

জয়গাঁওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ ক্যাপসুল উদ্ধার


জয়গাঁও: মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল জয়গাঁও থানা পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় জয়গাঁওয়ের রাইগাঁও এলাকায় গ্লোরি স্কুলের কাছে এক সন্দেহভাজন ব্যক্তির বাড়িতে অভিযান চালায় পুলিশ। Click

অভিযান চলাকালীন পুলিশ ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ক্যাপসুল উদ্ধার করে। উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে এসপিএম পিআরএক্স+ ক্যাপসুল ১০,৫১৬টি এবং ল্যাবোরেট ক্যাপসুল ১,২০০টি। সব মিলিয়ে মোট ১১,৭১৬টি নিষিদ্ধ ক্যাপসুল/মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে।

ঘটনাস্থল থেকেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে এনডিপিএস আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

জয়গাঁও থানা পুলিশ জানিয়েছে, সমাজকে মাদকমুক্ত রাখতে তারা নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালিয়ে যাবে। মাদকের বিরুদ্ধে লড়াইয়ে সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত জরুরি বলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মাদকের বিরুদ্ধে একজোট হই—বলুন না মাদককে। নিরাপদ সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। Visit

No comments

Powered by Blogger.