হরিশ্চন্দ্রপুরে ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি, লক্ষাধিক টাকার সামগ্রী লোপাট
হরিশ্চন্দ্রপুরে ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি, লক্ষাধিক টাকার সামগ্রী লোপাট
হরিশ্চন্দ্রপুর: ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত তুলসিহাটা মস্তান রোড এলাকায়। রাতের অন্ধকারে এক গৃহবধূর বাড়ির দরজার তালা ভেঙে সোনা-রুপোর অলঙ্কার, নগদ টাকা ও বাসনপত্র নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির মালকিন মিরা দেবি প্রায় এক সপ্তাহ আগে গঙ্গারামপুরে অসুস্থ জামাইকে দেখতে গিয়েছিলেন। দীর্ঘদিন বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা বাড়ির বারান্দার পাঁচিল টপকে ভিতরে ঢোকে এবং ঘরের দরজার তালা ভেঙে চুরির ঘটনা ঘটায়।
মিরা দেবির অভিযোগ, চোরেরা বাড়ির ভিতরে ঢুকে সমস্ত জিনিসপত্র তছনছ করে। আলমারি ভেঙে তারা প্রায় ৩ ভরি সোনা, ২০ ভরি রুপোর অলঙ্কার, নগদ প্রায় ১ লক্ষ টাকা এবং বিভিন্ন বাসনপত্র নিয়ে পালিয়ে যায়। সব মিলিয়ে চুরি হওয়া সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ৬ লক্ষ টাকা বলে অনুমান করা হচ্ছে।
শুক্রবার সকালে বাড়ির দরজার তালা ভাঙা দেখে প্রথমে সন্দেহ হয় পরিবারের বধূর। পরে বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। রাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি পুলিশের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
.jpg)

No comments