Header Ads

মালদায় আট লক্ষ টাকার জালনোটসহ এক পাচারকারী গ্রেপ্তার

মালদা: জালনোটের অবৈধ কারবার রুখতে সক্রিয় হয়েছে মালদা জেলা পুলিশ। সেই ধারাবাহিকতায় ফের বড়সড় সাফল্য পেল পুলিশ। বৈষ্ণবনগর থানার পুলিশের জালে ধরা পড়ল এক জালনোট পাচারকারী। তার কাছ থেকে উদ্ধার হয়েছে আট লক্ষ টাকার জালনোট


পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম আনারুল সেখ। সে বৈষ্ণবনগর থানার অন্তর্গত বাখরাবাদ এলাকার বাসিন্দা। অভিযোগ, বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে জালনোট সংগ্রহ করে মোটরবাইকে করে অন্যত্র পাচারের উদ্দেশ্যে রওনা হয়েছিল সে।

বিশেষ সূত্রে খবর পেয়ে মালদা জেলা পুলিশের একটি স্পেশাল টিম বিষয়টি বৈষ্ণবনগর থানাকে জানায়। সেই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে বৈষ্ণবনগরের জীবন মোড় এলাকা থেকে অভিযুক্তকে আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৫০০ টাকার মোট ১,৬০০টি জালনোট, যার বাজারমূল্য আট লক্ষ টাকা, উদ্ধার করা হয়।

এই ঘটনা প্রসঙ্গে মালদা জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, ধৃত ব্যক্তি কোথা থেকে এই বিপুল পরিমাণ জালনোট সংগ্রহ করেছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে তাকে মালদা জেলা আদালতে পেশ করা হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.