হারানো ও চুরি যাওয়া ৫৯৪টি মোবাইল উদ্ধার, প্রকৃত দাবীদারদের হাতে ফেরাল মালদা জেলা পুলিশ
মালদা: বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে ফের বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। জেলার বিভিন্ন থানা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে বিভিন্ন নামী-দামি সংস্থার ৫৯৪টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধার হওয়া এই মোবাইলগুলি শনিবার মালদা জেলা পুলিশের প্রত্যর্পণ কর্মসূচির মাধ্যমে প্রকৃত দাবীদারদের হাতে তুলে দেওয়া হয়। এই উপলক্ষে মালদা জেলা পুলিশ অফিসে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন, ডিএসপি হেডকোয়ার্টার দীপেন তামাং সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিকরা।
এদিন প্রত্যর্পণ কর্মসূচির আওতায় উদ্ধার হওয়া ৫৯৪টি মোবাইলের মধ্যে ৬৬ জন প্রকৃত দাবীদারের হাতে আনুষ্ঠানিকভাবে মোবাইল ফিরিয়ে দেওয়া হয়। বাকি উদ্ধার মোবাইলগুলি সংশ্লিষ্ট থানা এলাকাগুলি থেকে ধাপে ধাপে প্রকৃত দাবীদারদের হাতে তুলে দেওয়া হবে বলে জানান পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।
জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, সাধারণ মানুষের হারানো সম্পত্তি উদ্ধার ও ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পুলিশের এই সাফল্যে স্বস্তি প্রকাশ করেছেন উপকৃত নাগরিকরা।

কোন মন্তব্য নেই