Header Ads

সীমান্তে বিএসএফের তৎপরতায় একাধিক চোরাচালান প্রচেষ্টা ব্যর্থ

সীমান্তে বিএসএফের তৎপরতায় একাধিক চোরাচালান প্রচেষ্টা ব্যর্থ

ইন্দো–বাংলাদেশ সীমান্তে সতর্কতায় মোতায়েন বিএসএফ জওয়ানরা একাধিক চোরাচালান প্রচেষ্টা সফলভাবে ব্যর্থ করেছে। অভিযানে ৩৯৭ বোতল ফেনসিডিল সহ মোট ৭ লক্ষ ১৫ হাজার টাকা মূল্যের চোরাচালানের সামগ্রী উদ্ধার করা হয়েছে। Ad1

এছাড়াও এই অভিযানে ছয়টি গবাদি পশু উদ্ধার করা হয়েছে এবং একজন চোরাচালানকারীকে আটক করা হয়েছে বলে বিএসএফ সূত্রে জানানো হয়েছে।

বিএসএফের ধারাবাহিক নজরদারি ও তৎপরতার ফলে সীমান্ত এলাকায় চোরাচালান রুখতে বড় সাফল্য মিলেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং উদ্ধার হওয়া সামগ্রী সংশ্লিষ্ট দপ্তরের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে। Ad2

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.