Header Ads

ঘন কুয়াশায় বিপর্যস্ত রাজধানী ও এনসিআর, বাতিল ও বিলম্বিত একাধিক বিমান-ট্রেন

ঘন কুয়াশায় বিপর্যস্ত রাজধানী ও এনসিআর, বাতিল ও বিলম্বিত একাধিক বিমান-ট্রেন



ঘন কুয়াশার দাপটে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে জাতীয় রাজধানী দিল্লি ও সংলগ্ন এনসিআর অঞ্চল। নিম্ন দৃশ্যমানতার কারণে বিমান ও রেল চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে। যাত্রী দুর্ভোগ বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

দিল্লি বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দৃশ্যমানতা অত্যন্ত কমে যাওয়ায় প্রায় ৩০টি বিমান বাতিল করতে হয়েছে। একই সঙ্গে বেশ কয়েকটি বিমানের উড়ান ও অবতরণে দেরি হয়েছে, যার জেরে বিমানবন্দরে যাত্রীদের ভিড় ও অসন্তোষ দেখা যায়।

অন্যদিকে, ভারতীয় রেলের দিল্লি ডিভিশন জানিয়েছে, ঘন কুয়াশার কারণে দিল্লিগামী একাধিক ট্রেনের চলাচল ব্যাহত হয়েছে। প্রায় ১৫টি ট্রেন তিন ঘণ্টারও বেশি সময় ধরে বিলম্বিত হয়েছে বলে রেল সূত্রে জানানো হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, কুয়াশার এই পরিস্থিতি আরও কিছু সময় স্থায়ী হতে পারে। ফলে যাত্রীদের সতর্কতা অবলম্বন করার পাশাপাশি ভ্রমণের আগে সংশ্লিষ্ট পরিবহণ দফতরের সর্বশেষ তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

No comments

Powered by Blogger.