Header Ads

পুরন্দরপুর চ্যাম্পিয়ন ট্রফির প্রথম সেমিফাইনালে জয় নোবেল একাদশ ছাতনার

পুরন্দরপুর চ্যাম্পিয়ন ট্রফির প্রথম সেমিফাইনালে জয় নোবেল একাদশ ছাতনার



বাঁকুড়া জেলার পুরন্দরপুরে পুরন্দরপুর উদয়ন ক্লাব ও লাইব্রেরির পরিচালনায় শুরু হয়েছে ‘পুরন্দরপুর চ্যাম্পিয়ন ট্রফি’—প্রথম বর্ষের আট দলীয় নক আউট রানিং ফুটবল প্রতিযোগিতা। সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে পুরন্দরপুর উদয়ন ক্রীড়াঙ্গন মাঠে অনুষ্ঠিত হয়ে গেল এই প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল ম্যাচ।

এদিনের সেমিফাইনাল খেলায় মুখোমুখি হয় সারেঙ্গা একাদশ ও নোবেল একাদশ ছাতনা। নির্ধারিত সময়ে দুর্দান্ত খেলায় ৩–১ গোলে সারেঙ্গা একাদশকে পরাজিত করে নোবেল একাদশ ছাতনা ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করে।

খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন প্রধান রেফারি বাবলু হেমব্রম। সহকারী রেফারির ভূমিকায় দায়িত্ব পালন করেন অভিজিৎ কুম্ভকার ও প্রশান্ত ধক। চতুর্থ রেফারি হিসেবে দায়িত্বে ছিলেন অভিজিৎ ঘটক।

উৎসাহী দর্শকের উপস্থিতিতে জমজমাট এই সেমিফাইনাল ম্যাচ ঘিরে এলাকায় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়। এখন সকলের নজর পুরন্দরপুর চ্যাম্পিয়ন ট্রফির আসন্ন ফাইনাল ম্যাচের দিকে।

No comments

Powered by Blogger.