Header Ads

বিধানসভা নির্বাচনের মুখে তৃণমূলকে আক্রমণে বিজেপি, উত্তর মালদায় সাংবাদিক বৈঠক

বিধানসভা নির্বাচনের মুখে তৃণমূলকে আক্রমণে বিজেপি, উত্তর মালদায় সাংবাদিক বৈঠক



বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে বিজেপি। মুখ্যমন্ত্রীর বাণিজ্য সম্মেলনের সমান্তরালে পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থা ও শিল্প পরিস্থিতি নিয়ে রাজ্যজুড়ে সাংবাদিক সম্মেলনের কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার উত্তর মালদা সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে জেলা কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়।

এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি প্রতাপ সিং, মালদা বিধানসভার বিধায়ক গোপাল চন্দ্র সাহা-সহ অন্যান্য জেলা নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে একটি তথ্যপুস্তিকা প্রকাশ করে তার ভিত্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে একের পর এক ইস্যুতে আক্রমণ শানায় বিজেপি।

বিজেপির দাবি, তৃণমূল কংগ্রেসের শাসনকালে রাজ্যের ঋণের পরিমাণ প্রায় ৩০৫ শতাংশ বেড়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গের মোট ঋণ দাঁড়িয়েছে ৭.৭১ লক্ষ কোটি টাকায়। এর ফলে রাজ্যের প্রতিটি নাগরিকের মাথাপিছু ঋণের বোঝা ৭৬ হাজার টাকারও বেশি। বিজেপির অভিযোগ, শিল্পক্ষেত্রে বিনিয়োগকারীদের আস্থা হারিয়েছে বাংলা, বড় কোনও নতুন শিল্প রাজ্যে আসছে না। পাশাপাশি সরকারি অর্থের অপব্যবহার ও লাগামছাড়া দুর্নীতির অভিযোগও তোলা হয় শাসক দলের বিরুদ্ধে।

যদিও বিজেপির এই সমস্ত অভিযোগ মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। শাসক দলের পাল্টা দাবি, দেশের সামগ্রিক অর্থনীতিই বিপর্যস্ত অবস্থায় রয়েছে। বিশ্বব্যাংকের ঋণের পরিমাণ ক্রমশ বাড়ছে, ডলারের দাম দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার দেশের অর্থনীতি সামলাতে সম্পূর্ণ ব্যর্থ।

দুই শিবিরের এই পাল্টাপাল্টি অভিযোগে রাজনৈতিক তরজা আরও তীব্র হয়ে উঠেছে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের রাজনৈতিক আবহে এই দোষারোপের লড়াই যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য।

No comments

Powered by Blogger.