Header Ads

মাদারিহাটে শুরু তিন দিনব্যাপী অঙ্কন মেলা, শিল্পচর্চায় উৎসাহ ডুয়ার্সে

মাদারিহাটে শুরু তিন দিনব্যাপী অঙ্কন মেলা, শিল্পচর্চায় উৎসাহ ডুয়ার্সে


আলিপুরদুয়ার: মাদারিহাটে আজ থেকে শুরু হলো তিন দিনব্যাপী অঙ্কন মেলা। এই মেলায় ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পী, শিক্ষার্থী ও অঙ্কনপ্রেমীরা অংশগ্রহণ করছেন। মেলার অঙ্গ হিসেবে অংশগ্রহণকারীদের আঁকা নানা বিষয়ভিত্তিক চিত্রকর্ম দর্শনার্থীদের জন্য প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।

আয়োজকদের মতে, এই অঙ্কন মেলার মূল উদ্দেশ্য হলো নতুন শিল্পপ্রতিভাদের খুঁজে বের করা এবং সৃজনশীলতার বিকাশ ঘটানো। শিশু থেকে শুরু করে নবীন ও অভিজ্ঞ শিল্পীদের সৃষ্টিকর্ম একই মঞ্চে তুলে ধরার মাধ্যমে শিল্পচর্চার পরিবেশ আরও সমৃদ্ধ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী টানা তিন দিন ধরে এই অঙ্কন মেলা চলবে। মেলার শেষ দিনে বিচারকমণ্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচিত সেরা চিত্রশিল্পীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

মেলা শুরু হতেই স্থানীয় বাসিন্দা ও শিল্পানুরাগীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে। শিল্প ও সংস্কৃতিচর্চার এই উদ্যোগ মাদারিহাটসহ গোটা ডুয়ার্স অঞ্চলে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংস্কৃতিপ্রেমীরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.