কুমারগ্রাম থানায় শিশু বিবাহ ও সাইবার অপরাধ বিরোধী সচেতনতা অভিযান, দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ
কুমারগ্রাম থানায় শিশু বিবাহ ও সাইবার অপরাধ বিরোধী সচেতনতা অভিযান, দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ
আলিপুরদুয়ার: সমাজকে নিরাপদ ও সচেতন করে তুলতে কুমারগ্রাম থানা উদ্যোগী হয়ে এক গুরুত্বপূর্ণ সচেতনতা কর্মসূচির আয়োজন করল। বুধবার কুমারগ্রাম থানার সংলগ্ন মাঠে শিশু বিবাহ, অল্প বয়সে মাতৃত্ব, সেফ ড্রাইভ সেভ লাইফ (SDSL) এবং সাইবার অপরাধ প্রতিরোধ বিষয়ে একটি বিস্তৃত সচেতনতা অভিযান অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল ছাত্রছাত্রী, অভিভাবক ও সাধারণ মানুষকে বিভিন্ন সামাজিক ও আইনগত বিষয়ে সচেতন করা। বিশেষভাবে শিশু বিবাহের কুফল ও তার আইনি পরিণতি, অল্প বয়সে মাতৃত্বের স্বাস্থ্যগত ও সামাজিক প্রভাব, সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক নিয়ম মেনে চলার গুরুত্ব এবং অনলাইন প্রতারণা, সাইবার বুলিং ও সন্দেহজনক লিংক থেকে নিজেকে সুরক্ষিত রাখার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
পুলিশ আধিকারিকরা উপস্থিত জনসাধারণকে সচেতন হয়ে সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখার আহ্বান জানান। তাঁরা বলেন, শিশু বিবাহ ও অল্প বয়সে মাতৃত্বের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, ট্রাফিক আইন মেনে চলা এবং ডিজিটাল দুনিয়ায় সতর্ক থাকাই একটি নিরাপদ সমাজ গঠনের মূল চাবিকাঠি।
এই কর্মসূচির পাশাপাশি কুমারগ্রাম থানার পক্ষ থেকে মানবিক উদ্যোগ হিসেবে প্রায় ৫০০টি কম্বল দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়, যাঁরা নিজেদের জন্য একটি কম্বল জোগাড় করতেও অক্ষম।
আলিপুরদুয়ার জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা ও কল্যাণে এই ধরনের সচেতনতা ও সহায়তা কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই