Header Ads

সম্প্রীতি কাপ ২০২৫-এর ফাইনালে পি.বি ৭৮৬ কোতুলপুরের জয়

বাঁকুড়া: বাঁকুড়া জেলার ইন্দাসে শান্তাশ্রম পোর্টিং ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত তিন দিনের ‘সম্প্রীতি কাপ ২০২৫’ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা রবিবার সফলভাবে সম্পন্ন হলো। এক লক্ষ টাকা প্রাইজমানির এই আট দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় পি.বি ৭৮৬ কোতুলপুরবি.আর.কে.সি বাগাজলVisit

উত্তেজনাপূর্ণ এই ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে এক শূন্য গোলে জয়লাভ করে চ্যাম্পিয়নের শিরোপা ছিনিয়ে নেয় পি.বি ৭৮৬ কোতুলপুর। ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি করেন জয়ী দলের খেলোয়াড় রাহান মল্লিক

ফাইনাল ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য পি.বি ৭৮৬ কোতুলপুর দলের শান্তনু মাঝি ‘ম্যান অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হন। পাশাপাশি পুরো প্রতিযোগিতায় ধারাবাহিক কৃতিত্বের স্বীকৃতি হিসেবে সনাতন সরেন ‘ম্যান অফ দ্য সিরিজ’ খেতাব অর্জন করেন। Ad

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলকে নগদ ৬০ হাজার টাকা ও ট্রফি এবং রানার্সআপ দলকে নগদ ৪০ হাজার টাকা ও ট্রফি প্রদান করা হয়।

এই ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন ইন্দাস ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ হামিদ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। খেলাটি পরিচালনা করেন রেফারি অভিজিৎ ঘটক। সহকারী রেফারির দায়িত্বে ছিলেন প্রশান্ত ধকঅভিজিৎ কুম্ভকার, এবং চতুর্থ রেফারির ভূমিকায় ছিলেন দিব্যেন্দু মাঝি

সফলভাবে প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় আয়োজক শান্তাশ্রম পোর্টিং ক্লাবের উদ্যোগের প্রশংসা করেছেন ক্রীড়াপ্রেমী দর্শকরা। Ad

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.