Header Ads

মিডিয়ার প্রশ্নে ক্ষুব্ধ মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়, পরে প্রকাশ করলেন খেদ

মিডিয়ার প্রশ্নে ক্ষুব্ধ মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়, পরে প্রকাশ করলেন খেদ

ইন্দোর: মধ্যপ্রদেশের ইন্দোরে দূষিত জল পান করে একের পর এক মৃত্যুর ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ চরমে। এই পরিস্থিতিতে সংবাদমাধ্যমের এক প্রশ্নের জবাবে ক্ষোভ প্রকাশ করে বিতর্কে জড়ালেন রাজ্যের প্রবীণ মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়। পরে অবশ্য তিনি তাঁর মন্তব্যের জন্য খেদ প্রকাশ করেন।

ঘটনাটি ঘটে বুধবার, ইন্দোরের ভাগীরথপুরা এলাকায়। এনডিটিভির এক সাংবাদিক প্রশ্ন তোলেন, হাসপাতালে ভর্তি রোগীদের পরিবার এখনও চিকিৎসা খাতে খরচ হওয়া অর্থের রিফান্ড পায়নি। এই প্রশ্নের উত্তরে মন্ত্রী বিজয়বর্গীয় বিরক্ত হয়ে বলেন, “ফোকটের প্রশ্ন করো না।” অভিযোগ, ওই সময় তিনি আপত্তিকর শব্দও ব্যবহার করেন। এরপর তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। তাঁর এই মন্তব্যের পর ঘটনাস্থলে কিছুক্ষণ উত্তেজনাও দেখা যায়। Ad

উল্লেখ্য, ইন্দোরের ভাগীরথপুরা এলাকায় দূষিত জল পান করার ফলে এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে এবং ১৫০ জনেরও বেশি মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার গুরুত্ব বিবেচনা করে বুধবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী ডা. মোহন যাদব ইন্দোরে পৌঁছে বিভিন্ন হাসপাতালে গিয়ে আক্রান্তদের সঙ্গে দেখা করেন।

এই ঘটনার পর বিরোধী দল কংগ্রেস তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। কংগ্রেসের রাজ্য সভাপতি জিতু পাটওয়ারি মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে সামাজিক মাধ্যমে লেখেন, রাজ্যের সরকার ও মন্ত্রীরা চরম দায়িত্বজ্ঞানহীন আচরণ করছেন। তিনি অভিযোগ করেন, একদিকে ক্ষতিগ্রস্তরা বিনামূল্যে চিকিৎসা ও সহানুভূতি পাচ্ছেন না, অন্যদিকে মন্ত্রীরা সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করছেন। নৈতিকতার দায়ে কৈলাস বিজয়বর্গীয়ের অবিলম্বে পদত্যাগের দাবিও জানান তিনি।

পুরো ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রদেশের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.