Header Ads

আলিপুরদুয়ার: মাঝেরডাবরি চা-বাগানে চা-শ্রমিকদের সঙ্গে মতবিনিময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের


আলিপুরদুয়ার: মাঝেরডাবরি চা-বাগানে চা-শ্রমিকদের সঙ্গে মতবিনিময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

‘রণ সংকল্প সভা’ কর্মসূচির দ্বিতীয় দিনে আজ আলিপুরদুয়ার জেলার মাঝেরডাবরি চা-বাগানে চা-শ্রমিকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি চা-শ্রমিকদের দৈনন্দিন জীবনযাপন, কাজের পরিবেশ ও দীর্ঘদিনের সমস্যার বিষয়ে খোঁজখবর নেন।

সভায় উপস্থিত থেকে তিনি মা-মাটি-মানুষের উন্নয়নমূলক বিভিন্ন সরকারি কর্মসূচির কথা তুলে ধরেন এবং চা-শ্রমিকদের একাধিক অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন। সমস্যাগুলির দ্রুত ও বাস্তবসম্মত সমাধানের আশ্বাস দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তৃণমূল কংগ্রেস সর্বদা পাশে রয়েছে। Ad1

তিনি আরও বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেস রয়েছে। ‘এসআইআর’ সংক্রান্ত আতঙ্ক নিয়ে যারা উদ্বিগ্ন, তাদের তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রাখার আহ্বান জানান তিনি। বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় তৃণমূল কংগ্রেস সদা সতর্ক প্রহরীর ভূমিকা পালন করছে বলেও দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সভামঞ্চ থেকে তিনি স্পষ্ট ভাষায় বলেন, বাংলার একজনও বৈধ নাগরিক তাঁর ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন না। পাশাপাশি, ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে বাংলার উন্নয়নে আঘাত করা, ধর্মীয় বিভাজনের বিষ ছড়ানো এবং বাঙালির উপর অত্যাচারের অভিযোগ তুলে বিজেপির তীব্র সমালোচনা করেন তিনি। আগামী নির্বাচনে বাংলা-বিরোধী শক্তিকে যোগ্য জবাব দেওয়া হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শেষে তিনি বলেন, সর্বধর্ম সমন্বয়ের বাংলা থেকে স্বৈরাচারী বিজেপিকে জনগণই নির্বাসিত করবে—এই বিশ্বাস তাঁর অটুট।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.