Header Ads

মাদারিহাটে শয্যাশায়ী ভোটারের বাড়িতে গিয়ে এসআইআর শুনানি

মাদারিহাটে শয্যাশায়ী ভোটারের বাড়িতে গিয়ে এসআইআর শুনানি

মাদারিহাট (এসটি) বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পার্ট নং ৯৬-এর ভোটার শ্রী লক্ষণ ওরাঁও (বয়স ৬৬) দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় সম্পূর্ণ শয্যাশায়ী। শারীরিক এই গুরুতর অসুস্থতার কারণে নির্ধারিত তারিখে তাঁর পক্ষে এসআইআর (SIR) শুনানিতে সশরীরে উপস্থিত হওয়া সম্ভব হয়নি।

এই বাস্তব ও অনিবার্য পরিস্থিতির কথা বিবেচনা করে এবং প্রক্রিয়াগত ন্যায়বিচার ও ভোটারদের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন দপ্তরের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। শুক্রবার (০৩.০১.২০২৬) সহকারী নির্বাচন নিবন্ধন আধিকারিক (AERO) নিজে শ্রী ওরাঁওয়ের বাসভবনে গিয়ে শুনানি গ্রহণ করেন। ওই সময় উপস্থিত ছিলেন একজন মাইক্রো অবজারভারও।

নির্বাচনী প্রক্রিয়ায় কোনও ভোটার যাতে অসুস্থতা বা শারীরিক অক্ষমতার কারণে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতেই এই বাড়িতে গিয়ে শুনানির ব্যবস্থা করা হয়েছে বলে নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে। এই উদ্যোগকে মানবিক ও ভোটারবান্ধব পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.