Header Ads

সাতগাছিয়ায় ‘সেবাশ্রয় ২’-এর মডেল ক্যাম্প পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

সাতগাছিয়ায় ‘সেবাশ্রয় ২’-এর মডেল ক্যাম্প পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

সোমবার সাতগাছিয়া বিধানসভার বিদ্যানগর মাল্টিপারপাস উচ্চ বিদ্যালয়ের ফুটবল ময়দানে আয়োজিত ‘সেবাশ্রয় ২’-এর মডেল ক্যাম্প পরিদর্শন করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সাতগাছিয়া বিধানসভা জুড়ে ‘সেবাশ্রয় ২’ প্রকল্পের সাফল্য ইতিমধ্যেই সর্বজনবিদিত। ক্যাম্প পরিদর্শনকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এলাকার সাধারণ মানুষের মুখে প্রাঞ্জল হাসি ও উন্মুক্ত হৃদয়ের উচ্ছ্বাসই প্রমাণ করে—মানবসেবার থেকে মহৎ কর্ম আর কিছু হতে পারে না। তিনি উল্লেখ করেন, সুস্বাস্থ্য সমাজ গঠনের লক্ষ্যে এই শিবিরে চিকিৎসক ও স্বেচ্ছাসেবকরা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে নিরলস পরিশ্রম করে চলেছেন।

এই উদ্যোগের সঙ্গে যুক্ত সকল চিকিৎসক ও স্বেচ্ছাসেবকদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ‘সেবাশ্রয় ২’ শিবিরে আসা সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন, নিজের সামর্থ্য অনুযায়ী তিনি সর্বদা তাঁদের পাশে থাকবেন।

ডায়মন্ড হারবার মডেলের প্রসঙ্গ টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় আশা প্রকাশ করেন, আগামী দিনে এই মডেল সারা দেশের কাছে পথপ্রদর্শক হয়ে উঠবে। তিনি দৃঢ় প্রতিজ্ঞার সঙ্গে জানান, জীবনের শেষদিন পর্যন্ত গণদেবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন।

উল্লেখ্য, ‘সেবাশ্রয় ২’ প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে রাজ্যজুড়ে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করছে তৃণমূল কংগ্রেস।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.