Header Ads

ওন্দা সুপার কাপ ২০২৬: প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে টাইব্রেকারে শিব দুর্গা জুয়েলার্সের জয়

ওন্দা সুপার কাপ ২০২৬: প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে টাইব্রেকারে শিব দুর্গা জুয়েলার্সের জয়



বাঁকুড়া জেলার ওন্দায় শুরু হয়ে গেল ওন্দা সুপার কাপ ২০২৬। ওন্দা ফুটবল কমিটির পরিচালনায় আয়োজিত এই আট দলীয় নকআউট রানিং ফুটবল প্রতিযোগিতার প্রথম রাউন্ডের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয় ওন্দা স্টেডিয়ামে।

এদিনের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় শিব দুর্গা জুয়েলার্স, রাজকোট এবং যুবশান্তি অ্যাথলেটিক ক্লাব, দুর্গাপুর আর একাদশ কাটোয়া। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। প্রথমার্ধে শিব দুর্গা জুয়েলার্স একটি গোল করে এগিয়ে যায়। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে সমতাসূচক গোল করে ম্যাচে ফেরে যুবশান্তি অ্যাথলেটিক ক্লাব।

নির্ধারিত সময় শেষে খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-২ গোলে জয়লাভ করে শিব দুর্গা জুয়েলার্স রাজকোট এবং সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে।

আয়োজক ক্লাবের তরফে অভিজিৎ রায় জানান, আগামী ৮ই জানুয়ারি প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চাবড়া ইসলামিয়া ক্লাব, ওন্দা (বাঁকুড়া) এবং ড্রিম ইলেভেন, বারি মানবাজার (পুরুলিয়া)

এদিনের ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন রেফারি জয়ন্ত পাল। সহকারী রেফারির ভূমিকায় ছিলেন অভিজিৎ ঘটকপ্রশান্ত ধক। প্রতিযোগিতার সূচনালগ্নেই উত্তেজনাপূর্ণ লড়াই দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ সৃষ্টি করেছে বলে মনে করছেন ফুটবলপ্রেমীরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.