Header Ads

জয়গাঁয়ে ভুটানগামী বাস থেকে নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার, ভুটানি নাগরিক-সহ গ্রেপ্তার তিন

জয়গাঁয়ে ভুটানগামী বাস থেকে নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার, ভুটানি নাগরিক-সহ গ্রেপ্তার তিন


জয়গাঁ: ভুটানে নিষিদ্ধ ড্রাগজাত কফ সিরাপ পাচারের চেষ্টা ব্যর্থ করে দিল জয়গাঁ থানা পুলিশ। বুধবার আনুমানিক দুপুর বারোটা নাগাদ জয়গাঁ থানার অন্তর্গত ডারাগাঁও এলাকায় এক্সাইজ অফিসের সামনে আন্তর্জাতিক সড়কে তল্লাশি চালিয়ে একটি ভুটানগামী বাস থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়। এই ঘটনায় এক ভুটানি নাগরিক-সহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ভুটান–কলকাতা রুটে চলাচলকারী একটি বাসের মাধ্যমে ড্রাগ পাচারের খবর ছিল পুলিশের কাছে। তবে নির্দিষ্ট তথ্যের অভাবে এতদিন অভিযানে সাফল্য আসেনি। বুধবার গোপন সূত্রে পাকা খবর পেয়ে নির্দিষ্ট সময়ে ডারাগাঁও এলাকায় ওই বাসটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। Ad1

তল্লাশির সময় বাসের চালকের কাছ থেকে মোট ৬০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার হয়। পরে চালককে জিজ্ঞাসাবাদ করে আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে দু’জন ভারতীয় এবং একজন ভুটানের নাগরিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, কলকাতার ধর্মতলা এলাকা থেকে এই নিষিদ্ধ কফ সিরাপ সংগ্রহ করে ভুটানে পাচারের পরিকল্পনা ছিল।

এদিন এক প্রেস কনফারেন্সে জয়গাঁ থানার ওসি মিংমা শরপা জানান, কলকাতা থেকে ভুটানে ফেরার সময় ভুটানের একটি বাসে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বাসচালক সঞ্জয় চৌধুরী, লিঙ্কম্যান সাগর ছেত্রী (জয়গাঁ প্রগতি টোল এলাকার বাসিন্দা) এবং ভুটানের দাগানা জেলার বাসিন্দা নামগে-কে গ্রেপ্তার করা হয়েছে। নামগে পেশায় ভুটানের একটি বাসের চালক, যিনি ফুয়েন্তশোলিং থেকে থিম্পু রুটে বাস চালান। Ad2

পুলিশ জানিয়েছে, ধৃত তিনজনের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.